বাড়ি বাড়ি গিয়ে ইফতার সামগ্রী বিতরণ করলেন মোতাচ্ছিরুল ইসলাম - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 24 March 2023

বাড়ি বাড়ি গিয়ে ইফতার সামগ্রী বিতরণ করলেন মোতাচ্ছিরুল ইসলাম

Link Copied!

হবিগঞ্জ সদর উপজেলার গোপায় ইউনিয়নে ভাদৈ গ্রামে অস্বচ্ছল পরিবারের মাঝে বাড়ি বাড়ি গিয়ে ইফতার সামগ্রী বিতরণ করেছেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি প্রার্থী মোতাচ্ছিরুল ইসলাম।

শুক্রবার (২৪মার্চ) বিকেলে রমজানের প্রথম দিনে গ্রামের ৫০টি অসহায় দরিদ্র পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেন তিনি। মোতাচ্ছিরুল ইসলামে কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন অসহায় দরিদ্র পরিবারের সদস্যরা।

এসময় মোতাচ্ছিরুল ইসলাম বলেন-আমি কি পেলাম আর পেলাম না, সেই হিসেব না করে গরীব দুঃখী মানুষের জন্য কতটুকু করতে পারলাম সেই দিকেই আমি সচেষ্ট থাকি। আমি আপনাদের মাঝে এসেছি সামান্য ইফতার সামগ্রী নিয়ে।

আমি যতদিন বেঁচে থাকবো ততদিন অসহায় মানুষের সেবা করে যাব এবং আপনাদের পাশে থাকবো। মানবসেবা ও আল্লাহর সন্তুষ্টিই আমার একমাত্র লক্ষ্য।

দৈনিক আমার হবিগঞ্জকে মোতাচ্ছিরুল ইসলাম জানান, সমাজের দরিদ্র অসহায় মানুষেরা খেয়ে না খেয়ে দিনযাপন করছে। তাই রমজানের শুরু থেকেই নিজ তহবিল থেকে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছি। ইশাআল্লাহ আমার এই ইফতার সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।

উপজেলার সংবাদ সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়