বাড়ি থেকে ঢাকায় কর্মস্থলে যাওয়ার পথে এনজিও কর্মী নিখোঁজ, থানায় জিডি। - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 3 July 2020
আজকের সর্বশেষ সবখবর

বাড়ি থেকে ঢাকায় কর্মস্থলে যাওয়ার পথে এনজিও কর্মী নিখোঁজ, থানায় জিডি।

Link Copied!

 

দিপু রঞ্জন দাস নামে একজন এনজিও কর্মী বাড়ি থেকে কর্মস্থলে ঢাকায় যাবার সময় নিখুঁজ হয়েছে দাবি করে তার স্ত্রী নিপা রানী দাস মাধবপুর থানায় একটি সাধারণ ডায়েরি করে। যার ডায়েরি নম্বর (৭২)।

তিনি গত বুধবার (০১ জুলাই) সকালে বাড়ি থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে বের হন। ওইদিন দুপুর থেকেই তার ব্যবহৃত দুইটি ফোনই বন্ধ রয়েছে। কেউ যদি দিপু রঞ্জন দাসের সন্ধান পান তাহলে খুব দ্রুত নিকটবর্তী থানায় যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তার পরিবার। দিপু রঞ্জন দাসের নিজ বাড়ি হবিগঞ্জের মাধাবপুর উপজেলা (৩৩৩) নোয়াপাড়া (৯নং) ইউনিয়ন মাদারগড়া গ্রামের সুধাংশু রঞ্জন দাসের পুত্র।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল হোসেন জানান , এ ব্যাপারে পুলিশ তৎপর রয়েছে।