বাহুবল মডেল থানার উদ্যোগে আসন্ন দূর্গা পূজায় মন্দিরের নিরাপত্তা নিশ্চিতে আয়োজন সভা। - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 27 August 2020
আজকের সর্বশেষ সবখবর

বাহুবল মডেল থানার উদ্যোগে আসন্ন দূর্গা পূজায় মন্দিরের নিরাপত্তা নিশ্চিতে আয়োজন সভা।

অনলাইন এডিটর
August 27, 2020 9:47 pm
Link Copied!

ছবি: আসন্ন দূর্গা পূজায় মন্দিরের নিরাপত্তা নিশ্চিতে সভা।

 

আজিজুর রহমান, বাহুবল : আসন্ন দূর্গা পূজা, মন্দির ও উপসানালয়ে নিরাপত্তা জোরদার করার লক্ষে বাহুবলের ভাদেশ্বর ইউ/পি দূর্গা মন্দিরে বাহুবল মডেল থানার উদ্যোগে পরামর্শ সভার আয়োজন করা হয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ জনাব কামরুজ্জামান মিয়া, ওসি তদন্ত জনাব আলমগীর মিয়া, জেলা পূজা উদযাপন পরিষদের যুুগ্ম সম্পাদক নিরঞ্জন সাহা নিরু, পঞ্চায়েত সভাপতি নৃপেন চাষা, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের ভাদেশ্বর ইউ/পির সভাপতি শংশাঙ্কপাল, সম্পাদক বিমল কর্মকার, বিদ্যা বিন সাবেক সভাপতি পূজা উদযাপন পরিষদ ভাদেশ্বর ইউ/পি, লামাতাশি ইউ /পি সভাপতি কিতিন্দ্র দেব, সাবেক মেম্বার মযনা রবিদাস, পিয়ারী রবিদাস,পঞ্চায়েত কমিটির সম্পাদক রাজেশ গোয়ালা, রাজীব ভট্টাচার্য প্রমূখ।

উপস্থিত বক্তারা আসন্ন দূর্গা পূজাকে সামনে রেখে যাতে কোনো অপ্রিতিকর ঘটনা না ঘটে এবং মন্দিরে যাতে সুন্দর ভাবে পূজার কাজ সম্পুর্ন হয় এই বিষয়ে আলোকপাত করেন।