বাহুবল বাজারে জনদূর্ভোগ লাঘবে ভাঙ্গা রাস্তা মেরামত করে দিলো সচেতন নাগরিক কমিটি।। - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 5 July 2020
আজকের সর্বশেষ সবখবর

বাহুবল বাজারে জনদূর্ভোগ লাঘবে ভাঙ্গা রাস্তা মেরামত করে দিলো সচেতন নাগরিক কমিটি।।

Link Copied!

সচেতন নাগরিক কমিটি বাহুবল উপজেলা শাখার উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে এবং স্বেচ্ছাশ্রমে বাহুবল বাজারের প্রধান রাস্তার সংস্কার কাজ সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য যে, জনবহুল এই রাস্তাটি বিগত ৩/৪ বছর যাবৎ ভাঙ্গা-খানাখন্দকে পূর্ণ অবস্থায় ছিল। বর্ষাকালে বৃষ্টির পানি জমে বাহুবল উপজেলাবাসী চরম ভূগান্তির শিকার হয়ে আসছিলেন। বিষয়টি বাহুবল উপজেলা সচেতন নাগরিক কমিটির দৃষ্টিগোজর হয়।
অবশেষে জনদূর্ভোগ লাঘবের জন্য ৫ জুলাই ২০২০ রবিবার বাহুবল সচেতন নাগরিক কমিটির উদ্যোগে, সংগঠনের নিজস্ব অর্থায়নে এবং স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ইট-বালু দিয়ে রাস্তাটি জনচলাচলের জন্য মেরামত করে দেওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন বাহুবল সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক মোঃ আব্দুর রকিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফেজ মাওলানা নজরুল ইসলাম, সদস্য সচিব এম আরিফ হাসান আফজাল, উপজেলা কমিটির সদস্য এম সুমন আহমদ, সদস্য এম আব্দুল কাইয়ুম, সদস্য জনাব দরস মিয়া প্রমূখ।