বাহুবল বাজারে মহিলা কর্নার নামে মহিলাদের নামে বরাদ্দকৃত দোকান ঘর গুলো কতিপয় কিছু প্রভাবশালী লোক অনিয়ম তান্ত্রিকভাবে বরাদ্দ নিয়ে মোটা অংকের জামানত ও ভাড়ার বিনিময়ে পুরুষদের দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছে।
এ বিষয়ে আউলিয়া আক্তার ও সুমনা আক্তার নামের দুই মহিলা এবছরের ২৬ শে জুন জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে লিখিত অভিযোগ করেছিলেন। এরই প্রেক্ষিতে দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকায় একটি সংবাদও প্রকাশিত হয়েছিল।
জানা যায়, বাজারের ভিতরে মহিলাদের বরাদ্দকৃত দোকান গুলো দীর্ঘদিন ধরে পুরুষ দ্বারা পরিচালিত হয়ে আসার পর গত বছরের শেষের দিকে উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা পূর্বের ভাড়াটে মহিলাদের চুক্তি বাতিল করে নতুন করে আগ্রহী মহিলাদের নিকট হতে দরখাস্ত আহবান করা করেন। নিয়মানুযায়ী সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান যোগ্য প্রার্থীদের বাছাই করে তালিকা দেবেন ইউএনও অফিসে। তিনি সেই তালিকা অনুযায়ী ভাড়া চুক্তি সম্পাদন করবেন। কিন্তু বিধিরাম, যেই লাউ সেই কদু।
পূর্বের ভাড়াটে মহিলারা ছিলেন ৪নং বাহুবল সদর ইউপি চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরীর বোন ও বাহুবল উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বদরুল আলমের স্ত্রী জেসমিন চৌধুরী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক ও উপজেলা আওয়ামী লীগ নেতা শামীম মিয়ার স্ত্রী ফাতেমা আক্তার ও যুবলীগ নেতা মজনু মিয়ার স্ত্রী লিজা আক্তার। মূলত: তাদের নামে বরাদ্দ হলেও তারা দীর্ঘদিন উপ ভাড়া দিয়ে মোটা অংকের জামানত নিয়ে পূরুষের কাছে ভাড়া দেয়া হয়। আবার নতুন করে বরাদ্দ পাওয়ার পরও পূর্বের ভাড়াটি দিয়ে পরিচালিত হচ্ছে।
সবচেয়ে মজার বিষয় হচ্ছে- ওই মহিলা কর্ণারের টয়লেটটিও দখল করে গুদাম বানিয়ে ভাড়া নেন বাহুবল উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বদরুল আলম। কিন্তু এবারও সেই আগের ভাড়াটেরাই নতুন করে ভাড়া প্রাপ্ত হন এবং পুরুষ কর্তৃক পরিচালিত হচ্ছে।
এ বিষয়ে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসান বলেন, আমি উপজেলা প্রকৌশলীকে বলেছি বিষয়টি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য। বাহুবল উপজেলা প্রকৌশলী মোঃ রাকিব হাসান বলেন, আমি নিজেও দেখেছি দোকানগুলোতে পুরুষ বসা থাকে। এইজন্য আগামীকাল আমি তাদেরকে নোটিশ করব, তারপর সবকিছু যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। প্রয়োজনে তাদের বরাদ্দ বাতিল করা হবে।