নাজমুল ইসলাম হৃদয় : হবিগঞ্জের বাহুবল উপজেলায় অবস্থিত বাহুবল কলেজে জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকালে স্বাস্থ্যবিধি মেনে কলেজ ক্যাম্পাসে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। জাতীয় পতাকা অর্ধনমিত ও কালোপতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়।
পতাকা উত্তোলন শেষে কলেজের ছাত্রছাত্রী, শিক্ষক ও উপস্থিত সুধিজনদের কালোব্যাজ পরিয়ে দেয়া হয়। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে আলোচনা অনুষ্ঠান শুরু হয়।
এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে কলেজে বৃক্ষরোপণ করা হয়েছে।
বাহুবল কলেজের অধ্যক্ষ মো: আব্দুর রব সভাপতিত্বে উপস্থাপনায় বক্তব্য রাখেন জাতীয় শোক দিবস উদযাপন কমিটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান মো: সাজিদুর রহমান সহ কলেজের সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি আজও যারা পলাতক তাদের দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড কার্যকর করা এবং নৃশংস এই হত্যা যোগ্যের নেপথ্য নায়কদের খুঁজে বের করতে কমিশন গঠনের দাবি তুলে ধরেন বর্তমান সরকারের কাছে।
সর্বশেষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবার এবং কলেজের প্রতিষ্ঠাতা সভাপতির পরিবারের জন্য কলেজে দোয়া মাহফিল করা হয়।