বাহুবল উপজেলা প্রশাসনের সাড়াশি অভিযানে কারেন্ট জাল, ড্রেজার মেশিন জব্দ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 28 August 2020
আজকের সর্বশেষ সবখবর

বাহুবল উপজেলা প্রশাসনের সাড়াশি অভিযানে কারেন্ট জাল, ড্রেজার মেশিন জব্দ

অনলাইন এডিটর
August 28, 2020 4:34 am
Link Copied!

ছবি: অভিযানে উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার।

 

নাজমুল ইসলাম হৃদয় : বাহুবল উপজেলার প্রশাসন পৃথক অভিযান চালিয়ে ৬ কেজি কারেন্ট জাল, অবৈধ ভাবে বালু উত্তোলন কাজে ব্যবহৃত ২ টি ড্রেজার মেশিন ও পাইপ জব্দ এবং স্বাস্থ্য বিধি না মানায় যানবাহন, ব্যবসা প্রতিষ্ঠানে ১৪ জনকে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগষ্ট) দুপুরে হবিগঞ্জের বাহুবল উপজেলা গুংগাজুরী হাওরে পোনামাছ অবমুক্ত করে ফেরার পথে স্নানঘাট এলাকা থেকে ৬ কেজি কারেন্ট জাল ও পাইপসহ ২ টি ড্রেজার মেশিন জব্দ করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিগ্ধা তালুকদার।

জব্দকৃত কারেন্ট জাল প্রকাশ্যে উপজেলা পরিষদের সামনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

মাস্ক না থাকায় ৮ ব্যাক্তিকে জরিমানা করা হয় এবং লাইসেন্সবিহীন পশুখাদ্য বিক্রির দায়ে ১ ব্যাক্তিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। দণ্ডাদেশগুলো প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার।

একই সময়ে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ না করে গণপরিবহনে চলাচলের দায়ে ৫ জনকে ২ হাজার ২’শ টাকা জরিমানা করা হয়। জরিমানাগুলো প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) খৃষ্টফার হিমেল রিছিল।