বাহুবল প্রতিনিধি: বাহুবল উপজেলায় কৃষি বিভাগের উদ্যোগে কৃষকদের মাঝে সরকারের ভুতর্কি দেয়া ২ টি কম্বাইন্ড হারভেস্টার মেশিন ও ১ টি রিপা মেশিন প্রদান করা হয়েছে।
শুক্রবার ১২ জুন দুপুর ১২ টায় কৃষকের হাতে মেশিনের চাবিসহ প্রয়োজনীয় কাগজ পত্র তুলে দিয়ে মেশিন হস্তান্তর করেন বাহুবল উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল আওয়াল, বাহুবল প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আব্দুল মান্নান, এস,এ,পিপিও মোঃ সেলিম মিয়া, উপসহকারী কৃষি অফিসার মোঃ শামীমুল হক,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মিজানুর রহমান সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাবৃন্দ। পুর্ব শিমুলিয়াম গ্রামের ছায়েব আলী, মোহনাবাদ গ্রামের সিদ্দিক আলী, হাফিজপুর গ্রামের সৈকত আলী তারা হলেন মেশিন প্রাপ্ত কৃষকরা।
উপজেলার কৃষি অফিসার মোঃ আব্দুল আওয়াল জানান এ মেশিন কৃষক বান্ধব সরকারের কৃষকদের মাঝে নতুন দিগন্তের সৃষ্টি হয়েছে। এ রকম আধুনিক যন্ত্র বিতরণ উপজেলায় প্রথম। মেশিনটি একসঙ্গে ধানকাটা, মাড়াই ও বস্তবন্দি সম্পন্ন করবে।
এ মেশিনের বাজার মূল্য ২২ লাখ ২৫ হাজার টাকা। এর মধ্যে সরকারিভাবে ভর্তুকি দেয়া হয়েছে ১৪ লাখ টাকা। বাকি ৮ লাখ ২৫ হাজার টাকা প্রদান করে এ মেশিন কিনে নেন কৃষকগন। স্বল্প ব্যয়ে মেশিনে ঘণ্টায় ১ একর জমির ধান কাটতে সক্ষম।