নাছির উদ্দীন জিহান, বাহুবল : বৃহস্পতিবার (২৩ জুলাই) বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
উপজেলা মৎস্য দপ্তরের সমন্বয়ে সহকারী কমিশনার খৃষ্টফার হিমেল রিছিল মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এ সময় স্নানঘাট ইউনিয়নের বাগদাইর ও গুংগাইজুড়ি হাওর থেকে নিষিদ্ধ ঘোষিত ৫০০০ হাজার মিটার বেড় জাল বা কাঁথা জাল এবং ১০০০ মিটার কারেন্ট জাল আটক ও জব্দ করা হয়। জব্দকৃত জালগুলো উপজেলা পরিষদের মাঠে এনে পুড়িয়ে ফেলা হয়।