রুবেল তালুকদার : বাহুবল উপজেলার পশ্চিম দ্বিমুড়া গ্রামে এক কিশোরী (১৭) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল শনিবার সকাল ৭ টায় ওই এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, গতকাল উল্লেখিত সময়ে ধর্ষিতা কিশোরীর পরিবারের লোকজন
পেশাগত কাজে বাহিরে থাকার সুযোগে ওই গ্রামের আবুল কালামের পুত্র টমটম চালক উজ্জল মিয়া (২৫) ঘরে প্রবেশ করে গামছা দিয়ে মুখ বেঁধে কিশোরীকে জোর করে ধর্ষণ করে।
এ সময় কিশোরীর শোর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ধর্ষক উজ্জল
পালিয়ে যায়। পরে কিশোরীকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে
ভর্তি করা হয়।
এ ব্যাপারে আজ রবিবার কিশোরী পিতা বাদী হয়ে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন।
লামাতাসী ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুুরী টেনু জানান, বিষয়টি শুনেছি, স্থানীয় মুরব্বীরা আমাকে অবগত করলে আমি আইনের আশ্রয়ের পরামর্শ দিয়েছি। এ বিষয় স্থানীয় ভাবে সমাধান করার মত নয়।