বাহুবলে ৪৪২টি মসজিদের ইমাম-মুয়াজ্জিনগন পাচ্ছেন প্রধানমন্ত্রীর উপহার - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 1 June 2020
আজকের সর্বশেষ সবখবর

বাহুবলে ৪৪২টি মসজিদের ইমাম-মুয়াজ্জিনগন পাচ্ছেন প্রধানমন্ত্রীর উপহার

Link Copied!

সদর প্রতিনিধি :  বাহুবল উপজেলার ৪৪২টি মসজিদের ইমাম মুয়াজ্জিনগন পাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ৫ হাজার টাকা। এ উপহার প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দ ইসলামী ফাউন্ডেশনর মাধ্যমে বিতরণ করা হবে।

উপহারের টাকা মসজিদ কমিটির সভাপতি বাহক চেকের মাধ্যমে উত্তোলন করবেন। ইফার বাহুবল উপজেলা ফিল্ড সুপার ভাইজার ইমরুল হক তরফদার জানান ইতিমধ্যে ২২ লাখ ১০ হাজার টাকা ব্যাংকে মজুদ আছে।

৩/৪ দিনের মধ্যে ইমাম মুয়াজ্জিনদের উপহারের টাকা প্রদান করা হবে। প্রথম ধাপে ৪৪২ টি মসজিদের টাকা প্রদান করা হবে। নতুন করে আরো ৬৫ টি মসজিদের তালিকা পাঠানো হয়েছে। সহসাই বরাদ্দ আসলে ২য় ধাপে প্রদান করা হবে।