হবিগঞ্জের বাহুবলে ২ সন্তানের জননী রুমা আক্তার (২৮) নামে এক গৃহবধূর ঝুঁলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ । রবিবার (৫নভেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার হরাইটেকা গ্রামে এ ঘটনা ঘটে।
রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে ঘরের ফ্যানের সাথে ফাঁস লাগা অবস্থায় দেখতে পায় এলাকাবাসী। এসময় স্বামীর বাড়ির লোকজন রুমার মা-বাবাকে খবর দিলে তারা এসে মেয়ের এ অবস্থা দেখে হতবাক হয়ে পড়েন।
খবর পেয়ে বাহুবল মডেল থানার এসআই এখলাছুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে রুমার লাশ উদ্ধার করে থানা নিয়ে আসেন। পরবর্তীতে এস আই এখলাছুর রহমান ভূইয়া রুমার লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
বাহুবল মডেল থানার ওসি মসিউর রহমান দৈনিক আমার হবিগঞ্জকে জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। তবে কি কারণে সে আত্নহত্যা করেছে এই মুহুর্তে কিছু বলা যাচ্ছেনা ।