বাহুবলে ২শ পিস ইয়াবাসহ ১ ব্যক্তি গ্রেফতার - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 12 June 2024

বাহুবলে ২শ পিস ইয়াবাসহ ১ ব্যক্তি গ্রেফতার

এম এ রাজা
June 12, 2024 7:40 pm
Link Copied!

হবিগঞ্জের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে ২০০ পিস ইয়াবাসহ ফজল মিয়া(৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বুধবার (১২ জুন) দুইটার দিকে ওই ব্যক্তিকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এ সময় মাদক চোরাচালান কাজে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা ও ১ টি এন্ড্রয়েড ফোন জব্দ করা হয়। গ্রেফতারকৃত ওই ব্যক্তি উপজেলার বাবনাকান্দি এলাকার বাসিন্দা ইউনুস আলীর ছেলে।

অভিযানে অংশগ্রহণ করেন হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার এসআই মোঃ সোহেল রানা, এএসআই মনিরুজ্জামান, এএসআই সুবোধ চন্দ্র সহ ডিবি পুলিশের একদল সদস্য। এ বিষয়ে ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করার প্রস্তুতি চলছে।

উপজেলার সংবাদ সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়