বাহুবলে সড়ক দুর্ঘটনায় আহত ২০ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 1 February 2021

বাহুবলে সড়ক দুর্ঘটনায় আহত ২০

Link Copied!

নাছির উদ্দীন জিহান, বাহুবল:  হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার দ্বিগাম্বর বাজারে আজ (১ ফেব্রুয়ারি, সোমবার) ভোর ৬ টার দিকে বালু বোঝাই ট্রাক ও দুটি যাত্রীবাহি বাসের ত্রিমুখী সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

ছবি : বাহুবলে সড়ক দুর্ঘটনা, আহত ২০

জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী মামুন পরিবহনের একটি বাসকে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকা গামী বালু বোঝাই একটি ড্রাম ট্রাক চাপা দিয়ে রোডের পূর্ব পাশে হাই ল্যান্ডের ভিতরে পার্কিং করে রাখা একটি টমটমকে চাপা দিয়ে তানহা- তন্নী নামের অপর একটি দুর পাল্লার বাসের পিছনে চাপা দেয়, এতে টমটমটি দুমড়ে মুছরে যায়, এবং ট্রাক ও দুটি বাসের সামনে ও পিছনের অংশের ব্যাপক ক্ষতি সাধিত হয়।

এ ঘটনায় বাসের চালক, পথচারী ও যাত্রীসহ অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

বাহুবল সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়