বাহুবলে সাইশাইন অনলাইন স্কুলের শুভ উদ্বোধন  - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 10 June 2020
আজকের সর্বশেষ সবখবর

বাহুবলে সাইশাইন অনলাইন স্কুলের শুভ উদ্বোধন 

Link Copied!

বাহুবল প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে সানশাইন মডেল হাই স্কুলে অনলাইন স্কুলের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে।  মঙ্গলবার ( ৯ জুন) সকাল ১১ টায় হবিগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ এর উদ্বোধন করেন।

করোনাকালীন দূর্যোগময় মুহূর্তে শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতিরোধে বাংলাদেশ সরকার কর্তৃক নির্দেশনায় সারা দেশের ন্যায় হবিগঞ্জ জেলা অনলাইন স্কুলের পর পরই হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার মিরপুরস্থ সানশাইন মডেল হাই স্কুল নিজ উদ্দ্যোগে স্ব-স্ব শিক্ষকবৃন্দের মাধ্যমে অনলাইন স্কুল চালু করে।

যদিও যুগোপযোগী শিক্ষা ব্যবস্হার উন্নতির নিমিত্তে অনেক আগে থেকেই সানশাইন মডেল হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক শারমিন সুমি অনলাইন ক্লাস শুরু করেছিলেন তথাপি আজ হবিগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ ভার্চুয়াল মিটিং এর মাধ্যমে সানশাইন অনলাইন স্কুলের শুভ উদ্বোধন করেন।

মিটিংয়ে উপস্হিত ছিলেন, বাহুবল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আসাদুজ্জামান ও হবিগঞ্জ জেলা আইসিটি এ্যাম্বেসেডর মো.লোকমান খান।

সম্মানিত অতিথিবৃন্দ সানশাইন মডেল হাই স্কুলের পরিচালক এম শামছুদ্দিন কে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন প্রকাশের মাধ্যমে অনলাইন স্কুলের সাথে জড়িত শিক্ষক-শিক্ষিকাদের প্রতি বিভিন্ন উৎসাহমূলক দিক নির্দেশনাপূর্ণ বক্তব্য রাখেন। সেই সাথে মিটিং এ উপস্থিত শিক্ষকবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান।

সম্মানিত জেলা শিক্ষা কর্মকর্তাসহ উপস্থিত অতিথিবৃন্দের প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন আজকের মিটিংয়ের আয়োজক সানশাইন মডেল হাই স্কুলের সহকারি প্রধান শারমিন সুমি।

বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সিলেট ডিভিশনাল অনলাইন স্কুলের এডমিন ও সিলেট জেলা এ্যাম্বেসেডর মো.আব্দুল মালিক রাজুর প্রতি।

তিনি আশা রাখেন উপস্হিত অনুপস্হিত সকলের সহযোগিতায় বাংলাদেশ সরকারের প্রত্যাশা পূরণে সানশাইন মডেল হাই স্কুল সচেষ্ট হবে।