বাহুবলে সরকারী গাছ কেটে পাচারের সময় ট্রাকটর সহ একজন আটক - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 9 July 2020
আজকের সর্বশেষ সবখবর

বাহুবলে সরকারী গাছ কেটে পাচারের সময় ট্রাকটর সহ একজন আটক

Link Copied!

 

 



আবেদ আলী : হবিগঞ্জের বাহুবলে সরকারী জায়গা থেকে গাছ কেটে ট্রাকটর যোগে পাচারের সময় গাছ বোঝাই ট্রাকটরসহ একজনকে আটক করেছে উপজেলা প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার (০৭জুলাই) বিকাল ৪.৩০ মিনিটের সময় হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার ফয়জাবাদ মৌজার, ফয়জাবাদ চা বাগানের নিকট হতে ১নং খাস খতিয়ানের জেএল নং ৮৭ জায়গা থেকে গাছ কেটে শাহীন নামের এক ব্যক্তি, এসব গাছ ট্রাকটর যোগে পাচার করে নিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গাছ বেঝাই ট্রাকটরসহ ১ জনকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদলতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। গাছ বোঝাই ট্রাকটর জব্দ করে ৭নং ভাদেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান এর জিম্মায় রাখা হয়েছে। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা তালুদার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খ্রিষ্টফার হিমেল রিচিল।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভুৃমি) জনাব খ্রিষ্টফার হিমেল রিচিলের নিকট জানতে চাইলে, তিনি সত্যতা স্বীকার করে বলেন, আমরা গাছ বোঝাই ট্রাকটরসহ একজনকে আটক করেছি। ট্রাকটরটি জব্দ করে চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে। আটককৃত ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে।