বাহুবলে সরকারি নির্দেশ অমান্য করায় জরিমানা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 9 June 2020
আজকের সর্বশেষ সবখবর

বাহুবলে সরকারি নির্দেশ অমান্য করায় জরিমানা

Link Copied!

বাহুবল প্রতিনিধি: বাহুবলে সরকারি নির্দেশ অমান্য ও স্বাস্থ্য বিধি না মানায় মোবাইল কোর্ট পরিচালনা করে ১২৫০০ টাকা জরিমানা করেন উপজেলা প্রশাসন। ৮ জুন বিকেলে উপজেলা প্রশাসন উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেন।

সন্ধ্যায় যথাযথ স্বাস্থ্যবিধি না মানায়, মাস্ক না পরায় এবং সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় ৮ ব্যবসায়ীকে মোট ৫০০০ টাকা জরিমানা করা হয়। দণ্ডাদেশগুলো প্রদান করেন স্নিগ্ধা তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বাহুবল।

অপর দিকে হাসপাতাল রোডে মাস্ক না পরায় এবং অতিরিক্ত যাত্রী বহন করে স্বাস্থ্যবিধি না মানায় এক সিএনজি ড্রাইভারকে ৫০০ টাকা জরিমানা করা হয়। মিরপুর বাজারে যথাযথ স্বাস্থ্যবিধি না মানায় এবং সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় পাঁচজন ব্যবসায়ীকে মোট ৬০০০ টাকা জরিমানা করা হয়।

 

হাফিজপুরে যথাযথ স্বাস্থ্যবিধি না মানায় এবং সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় দুজন ব্যবসায়ীকে মোট ১০০০ টাকা জরিমানা করা হয়। দণ্ডাদেশগুলো প্রদান করেন জনাব খৃষ্টফার হিমেল রিছিল, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বাহুবল।