নাজমুল ইসলাম হৃদয় : হবিগঞ্জের বাহুবল উপজেলার আসন্ন ৭ নং ভাদ্বেশর ইউনিয়নের সম্ভাব্য মেম্বার পদ প্রার্থী তাবিজ ফারুক সমাজের একের পর এক উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছেন।
বাহুবল উপজেলার আসন্ন ৭ নং ভাদ্বেশর ইউনিয়নের সম্ভাব্য মেম্বার পদ প্রার্থী তাবিজ ফারুক তার নিজ তহবিল থেকে গ্রামের মানুষের পাশে থেকে উন্নয়ন মূলক কাজ করছেন।
স্থানীয় বাসিন্দারা বলেন, ৭,নং ভাদেশ্বর ইউনিয়নের ৬,নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদ প্রার্থী তাবিজ ফারুক তার নিজ পরিশ্রমের টাকা দিয়ে গ্রামের বিভিন্ন রাস্তায় ইট, বালু, রাভিশ ইত্যাদি দিয়ে রাস্তা মেরামত করে যাচ্ছেন। বর্তমানে মেম্বারও আজ পর্যন্ত এমন উন্নয়ন মূলক কাজ করেনি যা সম্ভাব্য মেম্বার পদ প্রার্থী তাবিজ ফারুক করেছেন। তাবিজ ফারুক এর কার্যক্রম দেখে আমরা এলাকাবাসী ধন্য মনে করি যে, এমন একজন সমাজ সেবক সম্ভাব্য মেম্বার পদ প্রার্থী পেয়েছি বলে।
সম্ভাব্য মেম্বার পদ প্রার্থী তাবিজ ফারুক বলেন : ৭,নং ভাদ্বেশর ইউনিয়নের বিভিন্ন এলাকায় উন্নয়ন মূলক কর্মকান্ড করে যাচ্ছি। আমি আমার ব্যক্তিগত উদ্যোগে নিজ তহবিল থেকে ৬,নং ওয়ার্ডের প্রত্যেকটি এলাকায় মানুষের পাশে দাঁড়িয়েছি ও বিহারীপুর এলাকা, পূর্বজয়পুর এলাকাসহ ৬,নং ওয়ার্ডের বিভিন্ন রাস্তাঘাট মেরামত করে যাচ্ছি। আমি সকলের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাকে সৎ পথে চলতে ও ভালো কাজে উৎসাহিত করেন এবং আমার মনে আশাটা পূর্ণ করে দেন।