বাহুবলে সমরা তাতি হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 22 March 2024
আজকের সর্বশেষ সবখবর

বাহুবলে সমরা তাতি হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

এম এ রাজা
March 22, 2024 10:07 am
Link Copied!

বাহুবল থানা পুলিশ সমরা তাতি হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে। গত ১৬ মার্চ বাহুবলে সমরা তাতি নামের এক ব্যক্তিকে হত্যার ঘটনার সাথে সংশ্লিষ্ট প্রধান আসামী দূলর্ভ চাষা (৫৭) নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। সে বাহুবল রশিদপুর চা বাগান এলাকার বাসিন্দা মৃত ডিবা চাষা চাষার ছেলে।

ঘটনার পর থেকে সে আত্মগোপনে ছিল।গতকাল দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার শ্রীমঙ্গল ফুলছড়া চা-বাগানের কোয়ার্টার থেকে বাহুবল থানা পুলিশ তাকে গ্রেফতার করে। পরবর্তীতে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেলে পাঠানোর নির্দেশ দেন। এর আগে হত্যা কান্ডে ব্যবহৃত কুড়াল (তাবল) উদ্ধারপূর্বক জব্দ করে বাহুবল থানা পুলিশ।