স্টাফ রিপোর্টার : বাহুবল উপজেলার দ্বিগাম্বরে শ্মশান ভূমি দখল, কালী মূর্তি ও সাবেক জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ এর নাম ফলক ভাংচুরের ঘটনার অন্যতম আসামী মুহিত মিয়াসহ ৭ জনকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।
গতকাল সোমবার হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তানিয়া কামালের আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন। আটককৃতরা হলেন, মুহিত মিয়া, ওয়াহিদ মিয়া, হাবিব মিয়া, বিল্লাল হোসেন, ইব্রাহিম মিয়া ও নাসির উদ্দিন। রাষ্ট্রপক্ষের আইনজীবি ছিলেন, জাবেদ আলী, ক্ষিতিশ চন্দ্র গোপ, বাদী পক্ষের আইনজীবি ছিলেন, আলমগীর চৌধুরী, নিলাদ্রি পুরকায়স্থ টিটু, ত্রিলোক কান্তি চৌধুরী বিজন ও তুষার দেব। আসামী পক্ষের আইনজীবি ছিলেন, নুরুজ্জামান, শিশির প্রমুখ।
এর আগে গত ৯ অক্টোবর ভূমিখেকো মুহিত মিয়া ও তার সহযোগীরা অতর্কিত হামলা চালিয়ে কালী মূর্তি ও পূজার সরঞ্জামাদি ভেঙ্গে ফেলে।
এ ঘটনায় পুলিশ ঘটনাস্থলে গেলে মুহিত মিয়াসহ তার সহযোগীরা পালিয়ে যাওয়ার সময় মফিজ উল্লাহ নামে একজনকে আটক করে থানায় নিয়ে আসে। ওই দিন রাতেই মুহিত মিয়া ও তার সহযোগীদের আসামী করে বাহুবল মডেল থানায় দ্রæত বিচার আইনে মামলা করে শ্মশান কমিটি।