বাহুবল উপজেলার পুটিজুরী শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয়ের ৪ শিক্ষক ও ১জন নিরাপত্তা কর্মী বরখাস্ত করেছেন স্কুলের প্রধান শিক্ষক স্বপন চন্দ্র পাল। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের রুমে গিয়ে শিক্ষকের বরখাস্ত দাবী করলে আইনুল ইসলাম নামের এক সহকারী শিক্ষককে স্থায়ী ভাবে বহিষ্কার করা হয় । এসময় মঞ্জুর আলী, ইকবাল হোসেন, কলসুমা আক্তার ও নিরাপত্তা কর্মী লোকমান হোসেনকে বিভিন্ন অনিয়মের অভিযোগে সাময়িক বরখাস্ত করেন তিনি।
শিক্ষক আইনুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেন শিক্ষার্থীরা। এক পর্যায়ে বাধ্য হয়েই তাকে বরখাস্ত করা হয়। অন্যান্য শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানিসহ বিভিন্ন অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্তকৃত শিক্ষক আইনুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি পুরোটাই ষড়যন্ত্রের স্বীকার।
এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক স্বপন চন্দ্র পাল বলেন, শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে এলাকার জনপ্রতিনিধিসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।