নাজমুল ইসলাম হৃদয়: হবিগঞ্জের বাহুবল উপজেলার পূর্বজয়পুর গ্রামে অবস্থিত ঐতিহ্যবাহী শচীঅঙ্গন মন্দিরে সংঘটিত দুঃসাহসিক চুরির ঘটনা পরিদর্শনে এসে মন্দিরের প্রাচীর নির্মাণে অনন্য উদ্যোগ নিয়েছেেন হবিগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ বিপিএম পিপিএম।
তিনি (১১আগস্ট) মঙ্গলবার সকালে ওই মন্দিরে পরিদর্শনে আসেন। ঘটনাস্থল পরিদর্শন শেষে এই উদ্যোগ নেন। পরিদর্শনের সময় সীমানা প্রাচীর নির্মানের অসমাপ্ত কাজ তার নজরে আসলে তিনি সঙ্গে সঙ্গে সীমানা প্রাচীর নির্মানের উদ্যোগ গ্রহন এবং বুধবার (১২আগস্ট) থেকেই সীমানা প্রাচীর নির্মানের কাজ শুরু করবেন বলে ঘোষণা দেন।

ছবি : বাহুবলের শচীঅঙ্গন থেকে ফিরছেন এসপি মোহাম্মদ উল্ল্যাহ বিপিএম পিপিএম
এ কাজের জন্য তিনি বিভিন্ন ইটভাটা মালিকদের ইট দিতে বলেন। পাশাাশি বাহুবল থানা পুলিশকে বালু এবং সিমেন্ট ও শ্রমিক খরচ এসপি মহোদয় দিবেন বলে ঘোষণা করেন।
এছাড়া তিনি মন্দিরে জন্য হবিগঞ্জের এক ব্যবসায়ীর কাছ থেকে সিসিটিভি ক্যামেরা সংগ্রহ করে দেয়ারও আশাবাদ ব্যক্ত করেন।
১৫ থেকে ২০ দিনের মধ্যে কাজ সমাপ্ত করার নিমিত্তে তিনি তাৎক্ষণিকভাবে তাঁর নিজের পকেট থেকে নগদ ২ হাজার টাকা শচীঅঙ্গন সেবা ট্রাস্টের সম্পাদক রণধীর চক্রবর্ত্তীর হাতে হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাহুবল মডেল থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান।