বাহুবলে লাইসেন্স ছাড়াই ফসলি জমিতে ইটভাটা, জেলা প্রশাসক বরাবরে আবেদন - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 23 July 2020
আজকের সর্বশেষ সবখবর

বাহুবলে লাইসেন্স ছাড়াই ফসলি জমিতে ইটভাটা, জেলা প্রশাসক বরাবরে আবেদন

Link Copied!

 

ছবি: জেলা প্রশাসক বরাবরে আবেদন

 

জিকে ইউসুফ : বাহুবলে সরকারী অনুমোদন না নিয়েই ৩ বছর ধরে চলছে ইট পুড়ানোর কার্যক্রম। উপজেলার সাতকাপন ইউনিয়নে ঢাকা সিলেট মহাসড়কের পাশে জনবসতি এলাকায় গড়ে উঠা এস এম ব্রিকস নামের ওই ইটভাটার কার্যক্রম বন্ধের জন্য জেলা প্রশাসক বরাবরে অভিযোগ প্রেরণ করা হয়েছে। ভুক্তভোগিদের নামে এ অভিযোগটি প্রেরণ করেছেন মোসাহিদ মিয়া নামের এক ব্যক্তি।

অভিযোগে জানা যায়, সাতকাপন ইউনিয়নের চলিতাতলায় মহা সড়কের পাশে এমএস ইটভাটা সরকারি কোন অনুমোদন না নিয়েই ইট প্রস্তুত ও বাজারজাত করছে। প্রতিষ্ঠানটি ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর বিভিন্ন বিধি-বিধান লঙ্ঘন করে চলেছে।

অভিযোগকারী তার আবেদনে উল্লেখ করেন, এসএম ইটভাটাটি উপজেলার নারিকেলতা গ্রামের উত্তরে ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন কৃষি জমিতে স্থাপন করা হয়েছে। উক্ত ইটভাটার চারপাশে রয়েছে জনবসতি, দারুল উলুম মাদরাসা, বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পল্লী বিদ্যুতের সাব-স্ট্রেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠান।

যা ইঠ প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর ৮ (১)-এর (ক), (খ), (ঙ) ইত্যাদি উপ-ধারার বিধান সমূহের সরাসরি লঙ্ঘন। প্রতিষ্ঠানটি বিগত ৩ বছর ধরে সরকারের লক্ষ লক্ষ টাকা ভ্যাট-ট্যাক্স ফাঁকি দিয়ে এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর বিধি-বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইট ভাটা স্থাপন ও ইট বাজারজাত করে চলেছে।

এছাড়া লাইসেন্স বিহীন এসএম ইটভাটায় শুকনো মৌসুমে আশপাশের কৃষি জমি থেকে অবাদে মাটি সংগ্রহ করায় উর্বরতা হারাচ্ছে কৃষি জমি। এলাকার কৃষি জমিগুলোকে অকৃষি জমিতে রূপান্তর এবং ইট ভাটার ক্ষতিকর ধোয়া ছড়িয়ে এলাকার ফসলাদি এবং জনস্বাস্থ্যের ব্যাপক ক্ষতি সাধন করে চলেছে।

ইটভাটাটি লাইসেন্স পাওয়ার আগেই বেআইনীভাবে ভাটা স্থাপন করে ইট পুড়ানো কার্যক্রম শুরু করে। এছাড়া সরকারি অনুমোদন না নিয়ে কার্যক্রম পরিচালনা করায় সরকার লক্ষ লক্ষ টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এমতাবস্থায় উক্ত ইটভাটার লাইসেন্স না-দেওয়ার জন্য এলাকাবাসী দাবী জানিয়েছেন।

 

ছবি: ইটভাটা প্রতিকি ছবি