খায়রুল ইসলাম সাব্বির || হবিগঞ্জের বাহুবল উপজেলায় ১ মনের ও বেশি বিষাক্ত পিরানহা মাছ জব্দ ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৫ জানুয়ারি) বাহুবল উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার নেতৃত্ব এই অভিযান পরিচালনা করে পিরানহা মাছ উদ্ধার ও জরিমানা করা হয় ।
জানা যায়, স্নানঘাট মাছ বাজারে রূপচাঁদা মাছ বলে বিষাক্ত পিরানহা মাছ বিক্রি করছেন হারুন মিয়া নামে এক স্থানীয় আরতদার এ সময় গোপন সংবাদের ভিত্তিতে, স্নানঘাট মাছ বাজারে অভিযান চালালে, বিষাক্ত পিরানহা মাছ বিক্রয় করতে দেখা যায়।

ছবি : বাহুবলে অভিযান চালিয়ে বিষাক্ত পিরানহা মাছ উদ্ধার করেছে ভ্রাম্যমান আদালত
এ সময় অভিযান পরিচালনা করে আড়তদার হারুন মিয়া কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এ ৫ হাজার জরিমানা করা হয় এবং এই বিষাক্ত মাছের ক্ষতিকর দিক সম্পর্কে বাজারের সকল মাছ ব্যবসায়ীকে অবগত করা হয়।

ছবি : উদ্ধার হওয়া বিষাক্ত মাছ পিরানহা
এ সময় আড়ত থেকে আনুমানিক প্রায় ১ মণের মত পিরানহা মাছ জব্দ করা হয় এবং এই মাছ গুলো ধ্বংস করা হয়।
অভিযানে সার্বিক সহায়তা করে উপজেলা মৎস অফিস।