ঢাকাThursday , 16 November 2023
আজকের সর্বশেষ সবখবর

বাহুবলে রক্তক্ষয়ী সংঘর্ষ শেষে দেশীয় অস্ত্র নিয়ে দাঙ্গাবাজদের উল্লাস

Link Copied!

বাহুবল উপজেলার নন্দনপুর বাজারে আট গ্রাম বাসীল রক্তক্ষয়ী সংঘর্ষ শেষে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে দাঙ্গাবাজদের উল্লাস ও ‘আনন্দ মিছিল করতে দেখা গেছে। এ সময় ‘জিতিল রে, ‘জিতিল, কাজিহাটা জিতিল, ‘হারিল রে হারিল, নন্দনপুইরা হারিল বলে দেশীয় অস্ত্র শস্ত্র উচিয়ে কয়েক হাজার লোকদের চিৎকার করতে শোনা গেছে।

বুধবার (১৫নভেম্বর) সকালে কাজিহাটা, নন্দনপুর, চন্দনিয়া, বালিচাপড়া গ্রামবাসির গ্রামে দুই পক্ষের সংঘর্ষের পর মোবাইলে ধারণ করা একটি ভিডিও ফুটেজে প্রায় হাজারখানেক মানুষকে দেশীয় অস্ত্র শস্ত্র উচিয়ে এমন হিংস্র আচরণ করতে দেখা গেছে।

সংঘর্ষের ঘটনায় এ রিপোর্ট লেখা পর্যন্ত উভয় পক্ষের কোন দাঙ্গাবাজকে আটক করতে পারেনি পুলিশ। তবে কোন সংঘর্ষের ঘটনা ঘটেনি বলে বিষয়টি সরাসরি অস্বীকার করেছেন বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মশিউর রহমান।

মঙ্গলবার বিকেল ৪টা ৪৩ মিনিটে অফিসিয়াল মুঠোফোন যোগাযোগ করা হলে ‍তিনি বলেন, ওই এলাকাতে সংঘর্ষের কোন ঘটনা ঘটেনি। সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল) আবুল খয়ের জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কোন দাঙ্গাবাজ আটক হয়নি। স্থানীয় জনপ্রতিনিধিরা বিষয়টি শালিসে নিষ্পত্তি করবেন বলে দায়িত্ব নিয়েছেন। স্থানীয়রা জানিয়েছেন তবে আবারও সংঘর্ষের আশংকায় এলাকা ওই এলাকাগুলোতে বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বাহুবলের নন্দনপুর বাজারে সিম বিক্রিকে কেন্দ্র করে প্রথমে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে ওই দুই গ্রামের আশপাশের আরও ৬ গ্রামের মানুষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় অর্ধশতাধিক লোক আহত হয়।

মঙ্গলবার বিকালে উপজেলার নন্দনপুর বাজারে এ ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার কাজিহাটা গ্রামের জমির মিয়া সিম বিক্রি করতে বাজারে আসেন। সিমের দরদাম নিয়ে চন্দনিয়া গ্রামের ইয়াকুব আলীর সঙ্গে তার কথাকাটাকাটি হয়। কথাকাটাকাটি থেকে একপর্যায়ে বাজারে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

কাজিহাটা ও চন্দনিয়া গ্রামের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে কাজিহাটা গ্রামের পক্ষে চলে আসে ভাতকাটিয়া ও নন্দনগ্রামের একটি অংশ। আর চন্দনিয়া গ্রামের পক্ষে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে বালিচাপড়া, নোয়াবাদ, লামাগাঁও ও শিবপাশা গ্রামের লোকজন।

উভয় পক্ষে শুরু হয় সংঘর্ষ। সংঘর্ষ চলাকালীন সময় নন্দনপুর বাজারের বেশ কয়েকটি দোকানপাট ভাংচুর করা হয়। তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় জানা যায়নি। খবর পেয়ে বাহুবল মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

এদিকে, সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকাগুলো এই মুহূর্তে ই এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা উচিৎ বলে সচেতন মহল মনে করেন।