বাহুবলে ম্যাজিস্ট্রেটের সাথে অশুভ আচরন করলেন ইউপি মেম্বার ! খেলেন মামলা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 14 July 2020
আজকের সর্বশেষ সবখবর

বাহুবলে ম্যাজিস্ট্রেটের সাথে অশুভ আচরন করলেন ইউপি মেম্বার ! খেলেন মামলা

Link Copied!

স্টাফ রিপোর্টার :  বাহুবলে মাস্ক পড়তে বলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে অশুভ আচরন করার অভিযোগ উঠেছে এক ইউপি মেম্বারের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে ইউপি মেম্বার জসিম উদ্দিন ও তার সহযোগি।

 

মামলা সূত্রে জানা যায়, গত ৫ জুলাই রাত ৮টার দিকে বাহুবল উপজেলার সহকারী কমিশনার ভূমি খৃষ্টফার হিমেল রিচিল বাজার মনিটরিং শেষে স্থানীয় পুটিজুরি বাজারে আসে। সেখানে কাজ শেষে করে আসার সময় এক ব্যক্তি মুখে মাস্ক না পড়ে ঘুরাফেরা করার সময় ম্যাজিস্ট্রেটের সাথে থাকা বাহুবল ভূমি অফিসের প্রসেস সার্ভার কামাল মিয়া তাকে মুখে কেন মাস্ক নাই জিজ্ঞাসা করার সাথে সাথে স্থানীয় ইউপি মেম্বার ও বাজার কমিটির সভাপতি জসিম উদ্দিন তাদের সাথে অশুভ আচরন করেন এবং প্রসেস সার্ভারকে মারধর করেন।

এ ঘটনার পরদিন কামাল মিয়া বাদী হয়ে সরকারী কাজে বাধা দেয়ার অভিযোগ এনে পুটিজুরি ইউনিয়নের ইউপি মেম্বার জসিম মিয়া ও তার সহযোগি মনোজ কান্তি দেবকে আসামী করে বাহুবল থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই ইউপি সদস্য পলাতক রয়েছেন। পুলিশ তাদেরকে গ্রেফতার করতে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।

এ ব্যাপারে মামলার বাদী কামাল মিয়া জানান, আমরা সরকারী কাজ শেষে ফেরার পথে পুটিজুরি বাজারে আসার পর এক ব্যক্তি মাস্ক না পড়ে ঘুরাফেরা করার সময় তাকে কেন মাস্ক পড়েন না জিজ্ঞাসা করার সাথে সাথে স্থানীয় ইউপি মেম্বার জসিম মিয়া আমাদের সাথে খারাপ আচরন করেন এবং আমার ঘায়ে আঘাত করেন।

অভিযুক্ত ইউপি মেম্বার জসিম মিয়া জানান, প্রসেস সার্ভারের সাথে বাজারে একজন লোকের মাস্ক নিয়ে কথা কাটাকাটি হয়। এ বিষয়ে আমি বিষয়টি নিস্পত্তির লক্ষ্যে এগিয়ে আসলে আমাকে মামলায় আসামী দেয়া হয়েছে।বাহুবল থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখেছ। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

সহকারী কমিশনার ভূমি খৃষ্টফার হিমেল রিচিল জানান, আমরা বাজার মনিটরিং করে ফেরার পথে মাস্ক ছাড়া এক ব্যক্তিকে দেখে জিজ্ঞাসাবাদ করার সময় ইউপি মেম্বারসহ আমাদের সাথে খারাপ আচরন করে।এ বিষয়ে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর তারা পালিয়ে গেছে।

 

বাহুবল উপজেলার নির্বাহী অফিসার ¯সিন্ধা তালুকদার দৈনিক আমার হবিগঞ্জকে জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে। আসামী প্রকাশ্যে ঘুরাফেরা করছে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান বিষয়টি আমার জানা নেই।