বাহুবলে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১ আহত ২ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 17 March 2024
আজকের সর্বশেষ সবখবর

বাহুবলে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১ আহত ২

এম এ রাজা
March 17, 2024 10:16 am
Link Copied!

হবিগঞ্জের বাহুবল উপজেলার কলেজের সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত ১, গুরুতর আহত হয়েছে ২ জন। শনিবার (১৬মার্চ) রাত সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। কিভাবে দুর্ঘটনা ঘটেছে এর সঠিক কারণ জানা যায়নি। নিহত ওই ব্যক্তি নাম সাইফুল মিয়া বাহুবল উপজেলার হরিতলা গ্রামের বাসিন্দা। বাকি গুরুত্ব আহত দুইজনের সঠিক পরিচয় এখনো জানা যায়নি।

প্রত্যদর্শী সূত্রে জানা যায়, রাত সাড়ে নটার দিকে ওই স্থানে হঠাৎই তিন যুবককে টিভিএস 4v মোটরসাইকেল নিয়ে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে তারা। তিনজনই গুরুতর আহত, একজন অচেতন। অনেকে ধারণা করছেন এক যুবক ঘটনাস্থলেই মারা গেছে।

পরের স্থানীয়রা তাদের উদ্ধার করে বাহুবল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাইফুল নামের ওই ব্যক্তিকে নিহত বলে ঘোষণা করে। অনেকে দাবি করছেন দুইজনের মধ্যে এক যুবকের নাম সাব্বির তার বাড়ি বাহুবল উপজেলার হামিদনগরে।