বাহুবলে মাস্ক না পড়ায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে দুই ব্যক্তিকে অর্থদণ্ড - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 26 June 2020
আজকের সর্বশেষ সবখবর

বাহুবলে মাস্ক না পড়ায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে দুই ব্যক্তিকে অর্থদণ্ড

Link Copied!

হ্রদয়,বাহুবল প্রতিনিধি ।। হবিগঞ্জের বাহুবল উপজেলা পরিষদ প্রাঙ্গণে মাস্ক না পড়ায় দুই ব্যক্তিকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ২৫ জুন দুপুরে মাস্ক না পড়ায় বাহুবল উপজেলা পরিষদ প্রাঙ্গণে দুই ব্যক্তিকে ৫০০ টাকা করে মোট ১০০০ টাকা জরিমানা করা হয়। দণ্ডাদেশগুলো প্রদান করেন স্নিগ্ধা তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, বাহুবল।

ছবিঃফলের দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা ।

 

 

 

 

 

 

 

অপরদিকে নির্দিষ্ট সময়ের পরও দোকান খোলা রেখে ব্যবসা চালু রাখায় মিরপুর বাজারের এক ফলের দোকানীকে ৫০০ টাকা জরিমানা করা হয়। দণ্ডাদেশটি প্রদান করেন খৃষ্টফার হিমেল রিছিল, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, বাহুবল।