বাহুবলে মহাসড়কে মিলল পলিথিনে মোড়ানো এক নবজাতক ! - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 8 December 2020
আজকের সর্বশেষ সবখবর

বাহুবলে মহাসড়কে মিলল পলিথিনে মোড়ানো এক নবজাতক !

Link Copied!

বাহুবল প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার দৌলতপুর মহাসড়কের ব্রিজের পাশে পলিথিনে মোড়ানো এক নবজাতককে পাওয়া গেছে।

মঙ্গলবার (৮ডিসেম্বর) সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট  মহাসড়কের বাহুবল উপজেলার দৌলতপুর ব্রিজের পাশে নবজাতকটি পড়ে থাকতে দেখেন স্থানীয় কৃষক জমির উল্লাহ।

তিনি জানান, মিরপুর থেকে বাহুবলগামী একটি অটোরিকশা থেকে একটি গাট্টি পড়ে যায়। সামনে এগিয়ে গিয়ে দেখেন একটি পলিথিনে হালকা বিছানা দিয়ে মোড়ানো নবজাতক।  তবে ধারণা করা হচ্ছে, নবজাতকটি মারা গেছে।

ছবি : বাহুবলে পলিথিনে মোড়ানো অবস্থায় রাস্তায় পড়ে রয়েছে নবজাতক

 

এ বিষয়ে এলাকার সাজিদুর রহমান পাভেল নামে এক নাট্যকার বলেন, আমি রাস্তা দিয়ে বাহুবল যাওয়ার পথে দৌলতপুর ব্রিজে মানুষের জটলা দেখে দাঁড়াই। জটলার ভেতরে গিয়ে দেখি পলিথিন দিয়ে পেঁচানো একটি নবজাতক। পরে পলিথিন ছিঁড়ে নবজাতকের মুখ খুলি। তবে নবজাতকটি মৃত না জীবিত তিনি বলতে পারেননি। এ বিষয়ে পুলিশকে খবর দেয়া হয়েছে।

বাহুবল থানার ওসি কামরুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।