বাহুবলে ময়লার ভাগাড়ের দুর্গন্ধে অতিষ্ঠ আশেপাশের বাসিন্দা ও পথচারীরা। সংশ্লিষ্টরা নিরব । বাধ্য হয়ে ময়লা পরিষ্কার করতে এগিয়ে এলেন ওই এলাকার আব্দুল গফুর নামের এক দিনমজুর ব্যক্তি।
বাহুবল উপজেলা পুরাতন স্বাস্থ্য কমপ্লেক্সের কাছে দীর্ঘদিন ধরে ময়লার স্তুপ পড়ে আছে। এতে করে ওই রাস্তা দিয়ে যাতায়াত কারী ও স্থানীয় বাসিন্দারা দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে আছেন।
সংশ্লিষ্টরা নিরব থাকায় ব্যক্তি উদ্যোগে নোংরা, আবর্জনা পরিষ্কার- পরিচ্ছন্নতার দায়িত্ব নিয়েছেন ওই এলাকায় গফুর নামের এক ব্যক্তি। গফুর বাহুবল উপজেলা পরিষদের কাছাকাছি বাসিন্দা সে পেশায় একজন দিনমজুর।
দিনমজুর হয়েও এমন মহতী উদ্যোগে রাস্তায় প্রতিবন্ধকতা নিরসন, পবিত্রতা,স্বাস্থ্য ও পরিবেশ দূষণে সুরক্ষায় ভুমিকা রাখায় প্রশংসা করছেন অনেকেই।
স্থানীয়রা জানান,ব্যস্ততম সড়কের পাশে ময়লা ও আবর্জনা ফেলার কারণে যেমন দুর্গন্ধ হচ্ছে তেমনি, স্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে ।
দীর্ঘদিন ধরে ময়লা ফেলে রাখার কারণে স্বাভাবিক চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এ বিষয়ে স্বেচ্ছাশ্রমে এগিয়ে আসা আব্দুল গফুর জানান,দীর্ঘদিন রাস্তার পাশে ময়লা পড়ে থাকায় এবং সেই ময়লা কেউ পরিষ্কার না করায় তিনি বিনা মজুরিতে নিজ উদ্যোগে ময়লা পরিষ্কার করে দিচ্ছেন ।
গত ৩ দিনে এক-তৃতীয়াংশ কাজ সম্পন্ন করেছেন আর দুই-একদিনের মধ্যেই পুরো ময়লা পরিষ্কার করতে পারবেন বলে তিনি মনে করছেন। .তার এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বাহুবল বাজারের স্বর্ণ ব্যবসায়ী রানু দেব,আশিষ দেব,মুরগ ব্যবসায়ী রাজন সহ আরো অনেকেই ।
এ বিষয়ে বাহুবল উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান বলেন দিনমজুর ব্যক্তি বিনা পয়সায় পরিষ্কার করছে বিষয়টা আমি অবগত নই। জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব ।