আজিজুর রহমান, বাহুবল : বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ কর্তৃক বাহুবল উপজেলার সকল মন্দিরের নিরাপত্তা জোরদার করার জন্য সনাতনী সম্প্রদায়দের নিয়ে পরামর্শ সভা।
বাহুবল থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামানের সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক ও শ্রীশ্রী শচী অঙ্গন ধাম জয়পুরের মন্দির কমিটির সম্পাদক বাবু নিরঞ্জন সাহা নিরু, পূজা উদযাপন পরিষদ বাহুবল উপজেলার সভাপতি বাবু মনোরঞ্জন রায়, যুগ্ন সাধারণ সম্পাদক সঞ্জয় কান্তি পাল, ট্রাষ্টি সম্পাদক রনথীর চক্রবর্তী, বাবু মিহির বনিক, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ সভাপতি বাবু নিহার দেব। ৭নং ভাদেশ্বর ইউ/পি সদস্য সুকুমার কৈরী, পূজা পরিষদের সহ সভাপতি বিকাশ, শ্রী হট্র ব্রাক্ষণ পরিষদের সম্পাদক সম্পাদক সমরেশ ভট্টাচার্য প্রমূখ।
পরে শ্রীশ্রী শচী অঙ্গন ধামের উন্নতি কল্পে উপস্থিত ভক্তারা অনুদান ঘোষাণা করেন, উক্ত অনুদানের টাকা বাবু মিহির বনিকের নিকট জমা দেওয়ার জন্য ও সবাইকে নিজের এলাকার মন্দিরগুলোতে নিজস্ব পাহাড়াদারের ব্যবস্থা করার অনুরোধ জানিয়ে সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন।
উল্লেখ্য, যে গত ১০/৮/২০২০ দিবাগত রাত্রে শ্রীশ্রী শচী অঙ্গন ধামে অস্বাভাবিক চুরি সহ এলাকার আরো কিছু মন্দিরে চুরি হওয়ায় প্রশাসনের এই উদ্যোগ।