বাহুবলে ভ্রাম্যমান আদালতের অভিযান - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 28 October 2021
আজকের সর্বশেষ সবখবর

বাহুবলে ভ্রাম্যমান আদালতের অভিযান

Link Copied!

বাহুবল প্রতিনিধি ।।  বাহুবল উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম সংলগ্ন পরিত্যক্ত একটি বাড়িতে এবং মিরপুর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার (২৮অক্টোবর)  বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহুয়া শারমিন ফাতেমা এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
এ সময় বাহুবল সদরের পরিত্যক্ত বাড়িতে জুয়া খেলারত অবস্থায় জাহাঙ্গীর নামের এক ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিকে জুয়া আইন মোতাবেক ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এছাড়া উপজেলার  মিরপুর বাজারের এক দোকানীকে মেয়াদোত্তীর্ণ বেকারি পণ্য বিক্রয়ের দায়ে ৫০০০ টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে মিরপুর বাজারের এক মুদির দোকানীকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করায় ভোক্তা অধিকার আইন মোতাবেক ২০০০ টাকা জরিমানা করা হয়।
এছাড়া এক দোকানীকে যথাযথ স্বাস্থ্যবিধি না মেনে দোকান পরিচালনা করার দায়ে ২০০ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করে বাহুবল মডেল থানার পুলিশের একটি দল।
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল।