বাহুবল প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখায় ৭ ব্যবসায়ীকে সাড়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৭এপ্রিল) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সরকারি নিষেধ না মেনে দোকান খোলা রাখায় হাসপাতাল রোডের তিন ব্যবসায়ীকে১৫০০ টাকা,মিরপুর বাজারে তিন ব্যবসায়ীকে মোট ৩৫০০ টাকা, বাগানবাড়িতে অবস্থিত এক চায়ের দোকানদারকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

ছবি : এক ব্যবসায়ীকে জরিমানা করছেন সহকারি কমিষনার (ভুমি)
৭ ব্যবসায়ীকে মোট ৫৫০০ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অর্থদন্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল।