বাহুবলে ব্রাজিল-আর্জেন্টিনার খেলা নিয়ে দ্বন্দ্বে নিহত ১ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 10 December 2022

বাহুবলে ব্রাজিল-আর্জেন্টিনার খেলা নিয়ে দ্বন্দ্বে নিহত ১

এম এ রাজা
December 10, 2022 1:09 pm
Link Copied!

হবিগঞ্জের বাহুবলে ব্রাজিল- আর্জেন্টিনা সমর্থকদের মাঝে সংঘর্ষে আঃ শহিদ (৫০) নামে ১ ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১০ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আদিত্যপুর গ্রামে এ ঘটনা ঘটে । হাসপাতাল ও নিহতের স্বজনেরা জানান, গত শুক্রবার রাতে ব্রাজিল সমর্থক টেনু মিয়ার ছেলে মুবাশ্বির ও আর্জেন্টিনা সমর্থক আঃ শহিদের পুত্র রুখন মিয়ার মধ্যে খেলা নিয়ে সংঘর্ষ বাধে।

এ ঘটনার জের ধরে আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আঃ শহিদ হাওর থেকে বাড়ি ফেরার পথে একই গ্রামের আতর আলী ও ফজর আলী সহ একদল লোক তাকে মারপিট করে।

পরে তার স্বজনও প্রতিবেশীরা আহতাবস্থায় উদ্ধার করে বাহুবল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আঃ শহিদকে মৃত্যু বলে ঘোষণা করেন।

এ বিষয়ে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি ) রকিবুল ইসলাম খান বলেন, ইতিমধ্যে আমরাও খবর পেয়েছি ব্রাজিল আর্জেন্টিনার খেলা নিয়ে দ্বন্দ্বে একজন একজনের মৃত্যু হয়েছে। আমরা ঘটনাস্থলের দিকে যাচ্ছি বিস্তারিত তদন্ত সাপেক্ষে বলা যাবে।

উপজেলার সংবাদ সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়