বাহুবল প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে বেহাত হওয়া সরকারি সম্পদ উদ্ধারে প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন উপজেলা সহকারী কমিশনার ভুমি খৃষ্টফার হিমেল রিছিল । তিনি বাহুবল উপজেলার বিভিন্ন ইউনিয়নে অবস্থিত সরকারি খাস খতিয়ানের পুকুর চিহ্নিতকরণ, অবৈধ দখল উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন । ১৭ জুন (বৃহস্পতিবার) উপজেলার মিরপুর ইউনিয়নের তিতারকোনা ও জয়পুর মৌজার ৪টি সরকারি খাস খতিয়ানের পুকুরের অবৈধ দখল উদ্ধারে টানা ৫ ঘন্টাব্যাপি অভিযান পরিচালনা করে সরকারি খাস পুকুর অবৈধ দখল মুক্ত করেন।

ইতিপূর্বে পুকুর গুলো অবৈধ ভাবে ভোগ,ব্যাবহার চলছিল। এতে একদিকে সরকারি সম্পদ বেহাত অন্যদিকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত। তাঁর এ উদ্যোগ প্রশংসার দাবিদার। এদিকে সন্ধায় চলিতাতলা এলাকায় বারবার সরকারি নির্দেশ অমান্য করে নির্দিষ্ট সময়ের পরও দোকান খোলা রাখায় এক ব্যবসায়ীকে ২০০০ টাকা জরিমানা করা হয়। এ দণ্ডাদেশটি প্রদান করেন খৃষ্টফার হিমেল রিছিল, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বাহুবল।