বাহুবলে বেকারির দুর্গন্ধে এলাকাবাসী অতিষ্ঠ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 19 October 2020
আজকের সর্বশেষ সবখবর

বাহুবলে বেকারির দুর্গন্ধে এলাকাবাসী অতিষ্ঠ

অনলাইন এডিটর
October 19, 2020 10:30 pm
Link Copied!

 

 

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজারের আবাসিক এলাকায় গড়ে উঠেছে জিসান বাংলা নামের একটি অবৈধ ক্ষতিকর বিস্কুট কারখানা। এই বিস্কুটের কারখানার বিভিন্ন বিষাক্ত ক্যামিক্যালের পঁচা দুর্গন্ধে অতিষ্ট হয়ে পড়েছে এলাকাবাসী।

এলাকার লোকজন বাদী হয়ে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ও ভোক্তা অধিকার বরাবরে অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়ন রোডে অবস্থিত আবাসিক এলাকার ভিতরে মুর্শেদ আলী নামের এক ব্যক্তি জিসান বাংলা নামে একটি বিস্কুট ফ্যাক্টরী পরিচালনা করছে। উক্ত ফ্যাক্টরীতে কাঠের লাকড়ি, রাবার ও অন্যান্য বিষাক্ত উপাদান ব্যবহার করার ফলে কালো ধোয়া অন্যান্য ক্ষতিকর দূষিত বায়ূ উৎপন্ন হওয়ায় আশপাশের বাসায় বসবাসরত শিশু ও বৃদ্ধরা মারাত্মক শ্বাসকষ্ট রোগে আক্রান্ত হচ্ছে।

তারা অভিযোগে আরো উল্লেখ করেন, বড় ধরনের ডিজেল চালিত মেশিন রাতে চালানোর কারনে শব্দ দূষন হচ্ছে। শুধু তাই না রাতে লাউড স্পিকারে কুরুচিপূর্ণ গান বাজানোর কারনে স্কুল কলেজে পড়ুয়া আশপাশের শিক্ষার্থীদের পড়ালেখায় মারাত্মক ব্যাঘাত ঘটছে।

অভিযোগে তারা আরো উল্লেখ করেন, এ বিষয়ে এলাকাবাসী প্রতিবাদ করলে এলাকার কতিপয় লাঠিয়াল বাহিনী দ্বারা বিভিন্নভাবে হুমকি দমকি প্রদান করে।

উল্লেখ্য যে, অপরিচ্ছন্ন পঁচা ডিম ও পাম ওয়েল দিয়ে বিস্কুট তৈরি হচ্ছে, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য সংরক্ষন, বিভিন্ন খাদ্যদ্রব্য উৎপাদন ও মেয়াদউত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকা, স্টোরেজ ফ্লোর স্যাঁতস্যাঁতে পরিবেশে দেদারছে বিভিন্ন বিস্কুট ও কেইক তৈরি করছে।

আব্দুল আউয়াল কাদির নামের এক ব্যাক্তি জানান, জিসান বাংলা বিস্কুট কারখানা সিলগালা করে দেয়া প্রয়োজন। কারন তার একটি ব্যবসার কারনে শত পরিবার বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারেনা। তার ডিজে গাণের কারনে আমার সন্তানরা পড়তে পারছে না, তাদের ভবিষ্যতের দায়িত্ব কে নিবে।

এ ব্যাপারে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার বলেন, এর আগে সেখানে আরো দুবার অভিযান পরিচালনা করা হয়েছে। আমরা তাকে নোটিশ করব, তারপর পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।