বাহুবলে বিনামূল্যে বই বিতরণ ও সম্মাননা স্বারক প্রদান অনুষ্ঠিত - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 22 November 2020
আজকের সর্বশেষ সবখবর

বাহুবলে বিনামূল্যে বই বিতরণ ও সম্মাননা স্বারক প্রদান অনুষ্ঠিত

Link Copied!

নাজমুল ইসলাম (হৃদয়), বাহুবল:  হবিগঞ্জের বাহুবলে মানবতার পাশে,মানবতার টানে  সর্বদা আমরা নবজাগরণে এই স্লোগান সামনে রেখে  নবজাগরণ সামাজিক ও স্বেচ্ছাসেবী যুব  সংগঠনের উদ্যোগে বাহুবল উপজেলার কলেজ সমূহের একাদশ শ্রেণীর  গরীব, এতিম, শারীরিক প্রতিবন্ধী ও মেধাবী  শিক্ষার্থীদের মাঝে  বিনামূল্যে বই বিতরণ ও নবজাগরণ সামাজিক ও স্বেচ্ছাসেবী যুব  সংগঠন এর নবনির্বাচিত  উপদেষ্টা পরিষদকে সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১নভেম্বর)  সকাল  ১১ ঘটিকার সময় আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজ ক্যাম্পাসে আয়োজিত নবজাগরণ সামাজিক ও স্বেচ্ছাসেবী যুব সংগঠনের উদ্যোগে বাহুবল উপজেলার তিনটি কলেজ ( আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজ, বাহুবল অনার্স কলেজ, মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ) এর একাদশ শ্রেণীতে সদ্য ভর্তিকৃত গরীব/ এতিম/ প্রতিবন্ধী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ ও নবজাগরণ সামাজিক ও স্চ্ছোসেবী যুব  সংগঠন এর নবনির্বাচিত  উপদেষ্টা পরিষদকে সম্মাননা স্মারক প্রদান  করা হয় ।

ছবি : বই বিতরণ ও সম্মাননা স্বারক প্রদান অনুষ্ঠানে মঞ্জে উপস্থিত এমপি মিলাদ গাজীসহ অন্যান্য অতিথিবৃন্দ

নবজাগরণ সামাজিক ও স্চ্ছোসেবী যুব  সংগঠনের  মোঃ আমীর আলীর সভাপতিত্বে ও অলিউর রহমানের পরিচালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্হানীয় সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহ নওয়াজ মিলাদ।

বিশেষ অতিথি ছিলেন বাহুবল- নবীগজ্ঞ সার্কেলের সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী, ভাদেশ্বর ইউ পির সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আবুল হাসিম, মুক্তিযোদ্ধা কমান্ডার ডাঃ আবুল হোসেন,আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অথ্যক্ষ মাহবুবুর রহমান, উপজেলা কমিউনিটি পুলিশংয়ের সভাপতি মোঃ আসকার আলী, গ্রাম নেতা ফয়সল আহমেদ, প্রভাষক আব্দুল হাই ভূইয়া, গীতিকার মামুন প্রমুখ।

বিশেষ অতিথি হিসেবে নবজাগরণ সামাজিক ও স্চ্ছোসেবী যুব সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্যদের মাঝে উপস্থিত ছিলেন, রশিদপুর গ্যাস ফিল্ডের প্রশাসন এডমিন গোলাম রাব্বানী মিন্টু, কিন্ডারগার্টেন এসোসিয়েশন বাহুবল উপজেলা শাখার সভাপতি বাবু নিরঞ্জন সাহা নিরু, পাঁচগ্রাম নেতা ফয়সল আহমেদ, সানশাইন মডেল হাই স্কুলের পরিচালক এম শামছুদ্দিন, ফরিদ গাজী স্মৃতি সংসদ বাহুবল উপজেলা শাখার সভাপতি হুমায়ুন রশিদ জাবেদ।

প্রধান অতিথি গাজী মোহাম্মদ শাহ নওযাজ মিলাদ বক্তব্যে বলেন,  নবজাগরণ সামাজিক ও স্চ্ছোসেবী যুব সংগঠন সম্পূর্ণ অরাজনৈতিক সামাজিক ও সেবামূলক সংগঠন। ইতিমধ্যে এই সংগঠন নানা কল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে সকল মহলের প্রশংসা অর্জন করেছে। আপনারা সবাই ঠিক এইভাবে সব সময় পাশে থাকলে এই সংগঠনের মাধ্যমে সমাজের অবেহেলিত ও গরীব অসহায় মানুষের পাশে থেকে এই সংগঠনের অগ্রযাত্রাকে আরো বেগমান করা সম্ভব হবে। নবজাগরণের উত্তরোত্তর সফলতা কামনা করে মানব সেবায় সংগঠনকে আমি সহযোগিতা করবো।

বিশেষ অতিথি বাহুবল- নবীগজ্ঞ সার্কেলের সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী বলেন, নবজাগরণ সামাজিক ও স্চ্ছোসেবী যুব সংগঠন সম্পূর্ণ অরাজনৈতিক সামাজিক ও সেবামূলক সংগঠন।  এই সংগঠনের বিভিন্ন সামাজিক ভালো কাজ দেখে আমি মুগ্ধ । সংগঠনের মাধ্যমে সমাজের ভালো কাজ করার লক্ষ্যে কখনো যদি আমার সহযোগিতা লাগে আমি সর্বদা চেষ্টা করবো এই সংগঠনের পাশে থেকে অসহায় মানুষদের পাশে থেকে উপজেলাকে দুর্নীতি মুক্ত করতে পারি । এছাড়া আমি যত দিন আছি উপজেলায় সকল মানুষের পাশে থেকে একটি আদর্শ উপজেলা গড়ে তুলতে চেষ্টা করবো । যেখানে থাকবে না কোনো মারামারি , দাঙ্গাবাজ,  মাদকসহ বিভিন্ন অপরাধ ।

নবজাগরণ সামাজিক ও স্বেচ্ছাসেবী যুব সংগঠনের সভাপতি আমীর আলী বলেন, আমরা নিতান্ত্যই খুদ্র্য একজন মানষ। আমরা ছোট  থেকেই পরিশ্রম করে বড় হয়েছি। আমরা বুঝি সাধারণ মানুষের কেমন কষ্ট করতে হয়। আজ আপনারা সকলে আমাদের  পাশে থেকে সহযোগিতা করেছেন বলে নবজাগরণ সামাজিক ও স্বেচছাসেবী যুব সংগঠনের উদ্যোগে উপজেলার তিনটি কলেজের ১৫০ জন মেধাবী ও অসহায় ছাত্র/ ছাত্রীদের মাঝে এই সংগঠনের পক্ষ থেকে বই বিতরণ করতে পেরেছি। আপনারা যারা এই বই বিতরণ অনুষ্ঠানকে সফল করার লক্ষ্যে সার্বিক ভাবে পাশে ছিলেন সংগঠনের পক্ষ থেকে  সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এছাড়া আমরা সকলের সহযোগিতা কামনা করছি যেন এই সংগঠনের মাধ্যমে আমরা অসহায় মানুষের পাশে সব সময় দাঁড়িয়ে সাহায্যে করতে পারি ।