বাহুবলে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে ৩ জন নিহত - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 31 July 2020
আজকের সর্বশেষ সবখবর

বাহুবলে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে ৩ জন নিহত

Link Copied!

নাছির উদ্দীন জিহান, বাহুবল:   শুক্রবার (৩১ জুলাই) ভোরে  হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার পুটিজুরী এলাকার কালিবাড়ি নামক স্থানে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুই নারী সহ প্রাইভেটকারের ৩ জন যাত্রী নিহত হয়েছেন। এতে আরো ২জন আহত হয়েছেন।

নিহতরা হলেন- সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার দশঘর গ্রামের রুহেল মিয়ার স্ত্রী শাহিদা খাতুন (৩৫) এবং ফিরোজ মিয়ার মেয়ে মালেহা খাতুন (৩৫)। তবে নিহত প্রাইভেটকার চালকের পরিচয় জানা যায়নি।

বিষয়টি দৈনিক আমার হবিগঞ্জকে নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিকুল ইসলাম তৌফিক।

ছবি: সংঘর্ষে দুমড়েমুচড়ে যাওয়া প্রাইভেটকারটি

তিনি জানান, গাজীপুর থেকে একটি প্রাইভেট কার সুমানগঞ্জ যাচ্ছিল। শুক্রবার সকালে প্রাইভেটকারটি ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার পুটিজুরী এলাকার কালিবাড়ি নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা মনোহরদী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারে থাকা তিনজন নিহত হন।

সংবাদ পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ ও আহতদের উদ্ধার করে।