বাহুবলে বাল্যবিবাহ বিরোধী অভিযান পরিচালনা ও ১০ হাজার টাকা জরিমানা আদায় - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 28 July 2020
আজকের সর্বশেষ সবখবর

বাহুবলে বাল্যবিবাহ বিরোধী অভিযান পরিচালনা ও ১০ হাজার টাকা জরিমানা আদায়

Link Copied!

 

আবেদ আলী : মঙ্গলবার (২৮ জুুুলাই) সকাল ৭ ঘটিকায় হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার সদর ইউনিয়নের দীঘিরপাড় গ্রামে বাল্যবিবাহের সংবাদ (গোপন সংবাদের ভিত্তিতে) পেয়ে বাল্যবিবাহ বিরোধী অভিযান চালানো হয়।

ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাল্যবিবাহের সত্যতা পাওয়া যায়। উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার এর উপস্থিতির খবর পেয়ে কনে ও তার বাবা-মা গোপনে ঘটনাস্থল ত্যাগ করলেও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গের সহায়তায় তাদেরকে উপস্থিত করা হয়।

ছবি: বাল্যবিবাহ বিরোধী অভিযানে উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার

 

সামগ্রিক অবস্থা বিবেচনাপূর্বক কনের পিতা মোঃ শামসু মিয়াকে দশ হাজার টাকা জরিমানা ও ১৮ বছরের পূর্বে কোন অবস্থতেই মেয়ের বিয়ে দেবেন না মর্মে মুচলেকা নেয়া হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার বলেন, আসুন সচেতন হই, বাল্য বিবাহমুক্ত বাহুবল গড়ি। যিনি বা যারা এই সংবাদ দিয়ে রাষ্ট্রকে সহায়তা করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভবিষ্যতেও এমন সহযোগিতা কাম্য।