বাহুবলে বন্যার্তদের মাঝে ইউপি চেয়ারম্যানের ত্রাণ বিতরণ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 28 July 2020
আজকের সর্বশেষ সবখবর

বাহুবলে বন্যার্তদের মাঝে ইউপি চেয়ারম্যানের ত্রাণ বিতরণ

Link Copied!

 

নাছির উদ্দীন জিহান, বাহুবল : মঙ্গলবার (২৮ জুলাই) হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়নের ১৩০ বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন ইউপি চেয়ারম্যান ফেরদৌস আলম।

জানা যায়, উপজেলার স্নানঘাট ইউনিয়নের বিভিন্ন গ্রাম বন্যায় প্লাবিত হওয়ায় সেখানকার মানুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠছে। হতদরিদ্র বন্যায় প্লাবিত ১৩০ পরিবারের মাঝে ইউপি চেয়ারম্যান ফেরদৌস আলম পৌঁছে দেন প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শুকনো খাবার।

ছবি: ত্রাণ বিতরণ করেন ইউপি চেয়ারম্যান ফেরদৌস আলম। 

এসময় উপস্থিত ছিলেন, ৩নং ওয়ার্ড মেম্বার আব্দুর রাজ্জাক, ইউপি সদস্য দিলারা খাতুন ও সুফিয়া খাতুনসহ প্রমুখ ব্যক্তিবর্গ।

ইউনিয়ন চেয়ারম্যান ফেরদৌস আলম জানান, বন্যার্তদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।