নাছির উদ্দীন জিহান, বাহুবল : বৃহস্পতিবার (৩০ জুলাই) হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়নের বন্যার্তদের পুনর্বাসন কেন্দ্রে ত্রাণ বিতরণ করেছেন ইউনিয়ন চেয়ারম্যান ফেরদৌস আলম।
জানা যায়, উপজেলার স্নানঘাট ইউনিয়নের বিভিন্ন গ্রাম বন্যায় প্লাবিত। প্লাবিত ব্যক্তিদের পুনর্বাসনের জন্য কালাপুরে পুনর্বাসন কেন্দ্র স্থাপন করা হয়। ঘোষণা মোতাবেক প্লাবিত ব্যক্তিরা পুনর্বাসন কেন্দ্রে এসে আশ্রয় নেন।
পুনর্বাসন কেন্দ্রে এসে আশ্রয় নেওয়া প্লাবিত ব্যক্তিদের ১০০ পরিবার ও আহাদপুর, কালাপুর এবং খাগাউড়া সহ মোট ১৩০ পরিবারের মাঝে স্নানঘাট ইউনিয়ন চেয়ারম্যান ফেরদৌস আলম ত্রাণ বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন নানু মিয়া ২ নং ওয়ার্ড সদস্য , আঃ রাজ্জাক ৩ নং ওয়ার্ড সদস্য, কামাল হোসেন চৌধুরী সাবেক মেম্বার ও নুরুল হক সাধারন সম্পাদক ২ নং ওয়ার্ড আওয়ামীলীগ।