বাহুবলে বজ্রপাতে শিশু - কিশোরের মৃত্যু - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 4 June 2020
আজকের সর্বশেষ সবখবর

বাহুবলে বজ্রপাতে শিশু – কিশোরের মৃত্যু

Link Copied!

বাহুবল প্রতিনিধি।। বাহুবলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে  পৃথক স্থানে এক শিশু ও এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো দুই জন। আজ রোজ বৃহস্পতিবার (৪ জুন) সকাল ৯টায় উপজেলার নোয়াঐ গ্রাম ও জারিয়া বিলে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- উপজেলার পুটিজুরী ইউনিয়নের নোয়াঐ গ্রামের দরদ মিয়ার ছেলে ওড়কাইদ (১১) ও সাতকপান ইউনিয়নের মানিকা গ্রামের আব্দুস ছালামের ছেলে নছর উদ্দিন (১৭)।

বাহুবল মডেল থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলার পুটিজুরী ইউনিয়নের নোয়াঐ গ্রামের ওড়কাইদ তার বড় ভাই জুনাইদসহ আরো দুজনকে নিয়ে সকালে বাড়ির পাশের খালে মাছ মারতে যায়। সকাল ৯টার দিকে আকাশে কালো মেঘ জমে হঠাৎ বজ্রপাতের শুরু হয়। এসময় একটি বজ্র এসে তাদের ওপর আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই ওড়কাইদ মারা যায় এবং তার ভাই জুনাইদ ও বন্ধু ওসমান আলী আহত হয়। আহত দুজনকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে একই দিনে একই সময়ে উপজেলার সাতকাপন ইউনিয়নের জারিয়া বিলে মানিকা গ্রামের নছর উদ্দিন মাছ ধরতে গিয়ে বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই নিহত হয়।