ঢাকা সিলেট মহা সড়ক বহুবলের দিগম্বর বাজারে ফ্লাইওভার ও পুটিজুড়ী বাজারে অভারপাস নির্মাণের জন্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে সাক্ষাৎ করে ডিও প্রদান করেছেন হবিগঞ্জ—১ (নবীগঞ্জ—বাহুবল) আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। বুধবার (৮ মে) দুপুরে দুপুরের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কার্যালয়ে সাক্ষাৎ করে ডিও লেটার প্রদান করেছেন কেয়া চৌধুরী এমপি।
ঢাকা—সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্প” এর আওতায় সম্প্রসারণের কার্যক্রম বর্তমানে চলমান আছে। বাহুবল উপজেলার দিগম্বর বাজার এবং পুটিজুরী বাজার দুইটি খুবই গুরুত্বপূর্ণ যা বাহুবল উপজেলা তথা সিলেট বিভাগের কৃষিপণ্য কেন বিচার স্থান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানে অনন্য অবদান রাখা দিগম্বর বাজার ব্যবস্থাপনা টিকিয়ে রাখার স্বার্থে ঢাকা—সিলেট জাতীয় মহাসড়ক প্রসারণকালে উক্ত স্থানে ফ্লাইওভার নির্মাণ করা জরুরী বলে দাবি করছেন স্থানীয়রা।
তারা মনে করেন এতে জনসাধারণ অনেক উপকৃত হবে, বেগবান হবে এলাকার অর্থনীতি। এছাড়াও পুটিজুরি বাজারে একটি ওভারপাস নির্মাণ হলে সড়কের উভয় পার্শ্বে বিদ্যমান সামাজিক, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সবাই উপকৃত হবে।