বাহুবল উপজেলায় প্রধানমন্ত্রীর অনুদানের অসুস্থদের ও ঐচ্ছিক তহবিল থেকে চেক বিতরণ করলেন এমপি কেয়া চৌধুরী। শুক্রবার (১৪জুন) বিকেলে বাহুবল উপজেলায় অসুস্থদের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে অসুস্থদের মধ্যে এককালীন ৫০ হাজার টাকা অনুদানের এবং সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে চেক বিতরণ করা হয়েছে।
বরাদ্দকৃত এই চেক বিতরণ করেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের এমপি এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। বিকেলে এ উপলক্ষে বাহুবল উপজেলার ইউএনও জনাব মনজুর আহসানের সভাপতিত্বে বাহুবল উপজেলা পরিষদ মিলনায়তনে চেক বিতরণের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাহুবল উপজেলার সহকারি কমিশনার ভূমি জনাব শিবরাজ চৌধুরী, উপজেলা যুবলীগ নেতা অলিউর রহমান অলি, কৃষক লীগ নেতা শেখ শাহরিয়ার আহমেদ সুজাত প্রমুখ। অনুষ্ঠানে অসুস্থ নারী-পুরুষের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের এবং সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে মোট ২ লক্ষ্য ৩১ হাজার টাকার চেক বিতরণ করা হয়।