বাহুবলে প্রতিপক্ষের ফিকলের আঘাতে নিহত ১ জন - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 9 October 2024
আজকের সর্বশেষ সবখবর

বাহুবলে প্রতিপক্ষের ফিকলের আঘাতে নিহত ১ জন

এম এ রাজা
October 9, 2024 4:13 pm
Link Copied!

হবিগঞ্জের বাহুবলে কবরস্থান দখলের বিরোধের জেরে প্রতিপক্ষের আঘাতে ১ জন নিহত হয়েছেন। বুধবার (৫ অক্টোবর) সকালে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের দৌলতপুর গ্রামের দক্ষিণ পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম তাইজ উদ্দিন (৪৫)। তিনি দৌলতপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, দৌলতপুর গ্রামের সোনাহর আলী ও তাইজ উদ্দিনের মধ্যে কবরস্থানের জায়গা নিয়ে বিরোধ চলছিল। এর জেরে সকাল সাড়ে ১০টার দিকে তাইজ উদ্দিন কে কবরস্থানের বাউন্ডারির ভিতর একা পেয়ে সোনাহর আলী ও তার লোকজন দেশীয় অস্ত্র পিকল দিয়ে তাইজ উদ্দিনের বুকে আঘাত করে।

গুরুতর আহত অবস্থায় তাইজ উদ্দিনকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে। বর্তমানে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক।