বাহুবল প্রতিনিধি : বাহুবল উপজেলার ৭নং ভাদেশ্বর ইউনিয়নের পূর্বজয়পুর গ্রামের খোরশেদ আলীর বাড়ীর একমাত্র চলাচলের রাস্তা ভেঁঙ্গে যাওয়ায় চরম জন দূর্ভোগে পড়েছেন এলাকাবাসী। দীর্ঘদিন ধরে এমন অবস্থায় বিষয়টি যেন দেখার কেউ নেই। এ রাস্তাটি অনতিবিলম্বে পুকুরের পাশে গাইড ওয়াল দিয়ে রাস্তাটি দ্রুত পুকুরের পাড় সংস্কারের ও পাকা করণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

ছবি : বাহবলের পূর্বজয়পুরের এই রাস্তাটি স্ংস্কার না হওয়ায় বিপাকে পড়েছেন এলাকবাসী
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার ভাদ্বেশর ইউনিয়নের ৬নং ওয়ার্ড পূর্বজয়পুর গ্রামের খোরশেদ বাড়ীর রাস্তা দিয়ে প্রতিদিন শিক্ষক-শিক্ষার্থী, কৃষি ও ব্যবসায়ী সহ হাজারো মানুষ আসা-যাওয়া করে। পুকুরে পাড় না থাকায় রাস্তা ভেঁঙ্গে পড়ে যাচ্ছে। এ রাস্তা দ্রুত সংস্কার ও পাকা হলে চরম দুর্ভোগ থেকে রক্ষা পাবে এলাকাবাসী।
স্থানীয়রা বাসিন্দারা জানান, পূর্বজয়পুর গ্রামের খোরশেদ আলীর বাড়ীর প্রায় একশত পরিবারে চলাচলের এক মাত্র রাস্তা। দীর্ঘদিন ধরে পুকুরের কারনে ভেঁঙ্গে পড়ায় রাস্তা দিয়ে চলাচলের চরম দুর্ভোগে পড়েছেন গ্রামবাসী। তারা জানান, বিগত দিনে এ রাস্তা দিয়ে বিগত দিনে চলাচল করতে গিয়ে অনেক সাধারন মানুষ চলাচলের সময় উল্টোপড়ে হাত ও পা ভেঁঙ্গেছে অনেকের।

ছবি : পূর্বজয়পুরের এই রাস্তাটি সংস্কার না করায় পুকুরে তলিয়ে যাচ্ছে
রাস্তাটি দ্রুত সংস্কার ও পাকা করনের দাবীতে জনাব শাহনাওয়াজ মিল্লাদ গাজী এমপি, বাহুবল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জনাব খলিলুর রহমান ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. কামরুজ্জামান বশির হস্তক্ষেপ কামনা করেছেন গ্রামবাসী ।