বাহুবলে পিছিয়ে পড়া প্রতিবন্ধী, দলিত, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও হিজরা জনগোষ্ঠীর ক্ষমতায়নে এএনসি (এডভোকেসি নেটওয়ার্ক কমিটি)’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩এপ্রিল) বাহুবল উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
বাহুবল উপজেলা এএনসি’র সিনিয়র সদস্য ও দৈনিক ইত্তেফাক’র বাহুবল প্রতিনিধি প্রবীণ সাংবাদিক সৈয়দ আব্দুল মান্নান’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ওয়েভ ফাউন্ডেশনের সিলেট ডিভিশনাল ফ্যাসিলেটেটর শাহজাহান মিয়া এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা এএনসি’র সাধারণ সম্পাদক ও বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হোসেন খান। বাহুবল উপজেলা এএনসি’র সাধারণ সম্পাদক সাংবাদিক কামরুল উদ্দিন ইমন’র সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এএনসি সদস্য ও দৈনিক আমাদের সময়’র বাহুবল প্রতিনিধি আবুল হোসেন সবুজ, এএনসি সদস্য ও জয়িতা রীতা রাণী গোয়ালা, সমাজকর্মী ছায়েদ মিয়া প্রমূখ।
সভায় রীতা রাণী গোয়ালার প্রচেষ্টায় দুইজন ঝরে পড়া চা-শ্রমিক জনগোষ্ঠীর শিক্ষার্থীর পুনরায় শিক্ষাজীবন শুরু করাসহ অর্ধশত দরিদ্র চা শ্রমিককে সরকারি কম্বল পাইয়ে দেয়ার ঘটনায় তাকে ধন্যবাদ জানানো হয়। এছাড়া সৈয়দ আব্দুল মান্নানের প্রচেষ্টায় একটি দরিদ্র দলিত পরিবারের জন্য সরকারি ঘর বরাদ্দ পাওয়ার জন্য তাকে ধন্যবাদ জানানো হয়।
এএনসি চেয়ারপার্সন সাংবাদিক কাজী মাহমুদুল হক সুজন ও সাধারণ সম্পাদক সাংবাদিক কামরুল উদ্দিন ইমনের প্রচেষ্টায় কয়েকজন প্রতিবন্ধীকে হুইল চেয়ার পাইয়ে দেয়ার জন্য তাদেরকেও ধন্যবাদ জানানো হয়। ‘পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্প’-এর আওতায় ইউরোপীয়ান ইউনিয়নের আর্থিক এবং ক্রিশ্চিয়ান এইড’র কারিগরি সহযোগিতায় ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত এ সভায় বাহুবল উপজেলার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়নে আগামী ৬ মাসের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।