বাহুবলে নাশকতার মামলার আসামী হাবিবকে কারাগারে প্রেরণ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 30 July 2024
আজকের সর্বশেষ সবখবর

বাহুবলে নাশকতার মামলার আসামী হাবিবকে কারাগারে প্রেরণ

Link Copied!

বাহুবলে নাশকতার মামলায় র‌্যাবের হাতে গ্রেফতারকৃত আসামী হাবিবুর রহমানকে জেল হাজতে প্রেরণ করেছেন আদালত। সোমবার (২৯জুলাই) তাকে হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়। এর আগে গত রবিবার দুপুরে বাহুবল উপজেলার মিরপুর উপজেলার বশিনা এলাকা থেকে হাবিবুর রহমান রহমানকে গ্রেফতার করে র‌্যাব-৯ এর একটি দল। সে উপজেলার চারগাঁও প্রকাশিত হাফিজপুর গ্রামের আব্দুল হাশিমের পুত্র এবং মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের হিসাব বিজ্ঞানের প্রভাষক।

সুত্র জানায়, সাম্প্রতিক কালে চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে উপজেলার বিভিন্নস্থানে অগ্নি সংযোগ ও ভাংচুর এবং স্থানীয় মিরপুর বাজারে পুলিশের উপর হামলার ঘটনায় থানার এসআই শুভ্র চন্দ্র দাস বাদি হয়ে ৮৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪শনকে আসামী করে মামলা দায়ের করে। সে ওই মামলার এজহার নামীয় আসামী।