বাহুবলে ধান ক্ষেত থেকে সিএনজি চালকের লাশ উদ্ধার - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 28 September 2024
আজকের সর্বশেষ সবখবর

বাহুবলে ধান ক্ষেত থেকে সিএনজি চালকের লাশ উদ্ধার

এম এ রাজা
September 28, 2024 12:11 pm
Link Copied!

বাহুবলে মাসুক মিয়া (৩২) নামে এক সিএনজি চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার লামাতাশি ইউনিয়নের রামপুর গ্রামের ধানের জমি থেকে ওই লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত সিএনজি চালক মাসুক মিয়া বানিয়াচং উপজেলার কাটখাল গ্রামের জিতু মিয়ার ছেলে।

রামপুর গ্রামের মিন্টু রায় জানান, আমি সকালে ধানের জমিতে সার দিতে গিয়ে লাশটি পড়ে থাকতে দেখে বাড়িতে এসে মুরুব্বীদের বিষয়টি জানাই, মুরুব্বিরা স্থানীয় ওয়ার্ড মেম্বাকে বিষয়টি জানালে তিনি থানা পুলিশকে অবহিত করলে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

স্থানীয় সাইফুর রহমান জুয়েল নামের এক ব্যক্তি বলেন, আমাদের এলাকার একজন কৃষক উনার ধানের জমিতে সার দিতে গিয়ে লাশটি দেখে এলাকায় খবর দেন। পরে এলাকাবাসী প্রশাসনকে খবর দিলে পুলিশ এসে লাশটিকে উদ্ধার করে রাস্তার পাশে নিয়ে আসে।

এ বিষয়ে বাহুবল মডেল থানার এসআই সোহেল বলেন, গত ২৫ সেপ্টেম্বর সিএনজি চালক মাসুক মিয়াকে কে বা কারা ভাড়ায় নিয়ে যায়। পরে সোহেল মিয়াকে হত্যা করে সিএনজি নিয়ে পালিয়ে যায়। আজ সকালে উপজেলার রামপুর গ্রাম থেকে থানা পুলিশকে খবর দিলে আমরা এসে লাশটি উদ্ধার করি। লাশটি পঁচে ফুলে গিয়ে দুর্গন্ধের সৃষ্ঠি হয়েছে।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশে আঘাতের চিহৃ রয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া এখন কিছু বলা যাচ্ছে না। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সহকারী পুলিশ সুপার বহুবল সার্কেল আবুল খয়ের।