বাহুবলে তাতীঁলীগ নেতার নেতৃত্বে মা ও ছেলেকে কুপিয়ে রক্তাক্ত - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 11 July 2020
আজকের সর্বশেষ সবখবর

বাহুবলে তাতীঁলীগ নেতার নেতৃত্বে মা ও ছেলেকে কুপিয়ে রক্তাক্ত

Link Copied!

 

 

স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের বাহুবল উপজেলার তাতীঁলীগের আহ্বায়ক রাসেল মিয়ার নেতৃত্বে একদল সন্ত্রাসী বাহিনী মা ও ছেলেকে কুপিয়ে রক্তাক্ত করেছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৪ জন ব্যক্তি। মা ছেলেকে গুরুত্ব আহত অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

শুক্রবার বিকালে বাহুবল উপজেলার ৭ নং ভাদ্বেশর ইউনিয়নের পূর্বজয়পুর গ্রামে এ ঘটনাটি ঘটে ।

সন্ত্রাসীরা গুরুত্ব আহত করে আওয়াল মিয়া (৩৫) ও তার মা ছফিনা খাতুন (৫৫) কে কুপিয়ে রক্তাক্ত করেছে । এসময় বাহুবল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধার ছেলে ফয়্ছাল মিয়া ও রুবেল মিয়াকে সন্ত্রাসীরা আহত করে ।

এ দিকে দ্বিতীয় দফায় আবার সন্ধ্যার পর বাহুবল হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে আসার সময় মিরপুর বাজারে রাসেল মিয়ার পেটুয়া সন্ত্রাসীরা ফয়ছাল মিয়া ও রুবেল মিয়ার উপর হামলা চালিয়ে আহত করে।

উল্লেখ, গত ২৯ জুন সোমবার ১ টার দিকে বাহুবল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফিরোজ মিয়া ও তার ছেলে ফয়ছাল মিয়াকে রক্তাক্ত জখম করে। এ ব্যাপারে আহত বীর মুক্তিযোদ্ধা ফিরোজ মিয়া বাদী হয়ে রাসেল মিয়া সহ ৩ জনের বিরুদ্ধে বাহুবল মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।

এ ঘটনাটি ১ জুলাই দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকায় প্রকাশিত হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৯ জুন ঘটনাটির যের ধরে আজ বিকালে আওয়াল মিয়া ও তার মা বীর মুক্তিযোদ্ধা মৃত আকবর আলীর মেয়ে ছফিনা খাতুনকে কুপিয়ে রক্তাক্ত করেছে সন্ত্রাসীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, রাসেল মিয়া ও তার ভাইরা ক্ষমতার অপব্যবহার করে জবর দখল, চাঁদাবাজিসহ সন্ত্রাসী রাহাজানি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যার কারণে এলাকার নিরীহ লোকজন ভয়ে ভীতু হয়ে তাদের কার্যকলাপ সহ্য করে যাচ্ছেন। এছাড়া দুই মাস আগে হবিগঞ্জের শিক্ষানবিশ আইন জীবী মিজান মিয়াকে পিটিয়ে আহত করে হাসপাতাল পাঠান রাসেল মিয়া। একের পর এক সন্ত্রাসী কার্যক্রম করে যাচ্ছেন রাসেল মিয়া ও ভাইয়েরা। তাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

এবিষয়ে বাহুবল মডেল থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামানের মোবাইলে কয়েকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।